বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী নিয়ে যে রাজনীতি চলছে, সেই প্রসঙ্গে পুরোনো লেখা আবার প্রাসঙ্গিক হয়ে উঠল। কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মসূচীর শেষতম ধাপ হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামও নাকি নেতাজির নামে হবে, শোনা গেল৷ এমনিতে তাতে বর্তমান লেখকের আপত্তি কিছু নেই। কিন্তু কেন নেতাজিকে 'আপন' করতে চাইছে বিজেপি? তা কি পশ্চিমবঙ্গে নির্বাচন জয়ের একটা প্রচেষ্টা নয়? বাঙালির মন জয় করা কি এত সহজ হবে? সর্বোপরি, বিজেপি-আরএসএস কি সুভাষচন্দ্রকে রাজনৈতিক ভাবে 'নিজের লোক' বলে আদৌ দাবি করতে পারে? ইতিহাস কী বলে?
by শতাব্দী দাশ | 23 January, 2021 | 2406 | Tags : Netaji Subhas Chandra Bose Deshnayak Dibas Deshprem Diwas